কেউ নিয়েছেন ঢেঁড়শ, কেউ বা মিষ্টি কুমড়া। আবার কারও চাই বরবটি কিংবা লাউ। যার যেটা প্রয়োজন সেটাই নিয়ে যাচ্ছেন চাহিদামত, তাও আবার একদম ফ্রি। কোরনা ক্রান্তিকালে নগরজুড়ে ঘুরে বেড়াচ্ছে সবজি বোঝাই ৫ টি ভ্যান।
করোনাভাইরাসের কারনে সাধারণ ছুটি শুরু হওয়ার পরই নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে ফ্রি সবজি বাজার নামে ব্যাতিক্রমী এ উদ্যোগ নেন সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু।
প্রতিদিন বিভিন্ন ধরনের ৫০০ কেজি সবজি নিয়ে ৫ টি ভ্যান পৌঁছে যাচ্ছে নগরীর একেকটি ওয়ার্ডে। সেখান থেকেই সংগ্রহ করা যাচ্ছে এসব সবজি। যেখানে রয়েছে লাউ, ঢেঁড়শ, পটল, বরবটি, মিষ্টি কুমড়া, টমেটো,বাঁধাকপি ইত্যাদি সবজি। প্রথমবারের মতো এবার যুক্ত করা হয়েছে ডিম। প্রতিদিন প্রায় ৫০০ ডিমও বিতরণ করা হবে একদম ফ্রি। জনপ্রতি দুটি করে ডিম সংগ্রহ করতে পারবেন দুস্থ ও নিম্ন আয়ের কর্মহীন মানুষগুলো।
গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ কার্যক্রম এখনও চলমান। এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে প্রায় ২০ টন সবজি। এভাবেই পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডেই পৌঁছে যাচ্ছে ফ্রি সবজি বাজার।
এ বিষয়ে আরশেদুল আলম বাচ্চু বলেন, “নগরীর একেকটি ওয়ার্ডে একেকদিন আমাদের ফ্রি সবজি বাজার পৌঁছে যাচ্ছে। এ দূর্যোগকালীন সময়ে যেসব মানুষ খাদ্যাভাবে রয়েছেন তাঁদের পাঁশে দাড়াতেই এ উদ্যোগ। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক এর পরিচালনায় অনুষ্টিত সবজি বজারে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল শাকিব, বেসরকারী কারা পরিদর্শক ইয়াসিন আরাফাত কচি,নগর ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক,মোঃ হানিফ,কামরুল ইসলাম রাসেল,তোফায়েল আহমেদ মামুন,মামুনুর রহমান,আনসারুল্লা সৌরভ,সুলতান আহমেদ ফয়সাল,সালাউদ্দিন বাবু,আরজুইসলাম বাবু, ইমতিয়াজ মনির, রুবেল সরকার, কাজী মাহমুদুল হাসান রনি,রাকিব হায়দার, শাহাদাত হোসেন হিরা, আওরাজ ভূইয়া রনক, আবু সাঈদ মুন্না, মোঃ জাহেদুল ইসলাম, শেখ নিয়াজ উদ্দিন ফাহাদ, রিজান চৌধুরী, তৌহিদুল ইসলাম সুমন, মোঃ আব্দুল মান্নান সানি, আশিকুর রহমান প্রিন্স, তানভীর হোসেন, মোঃ আলাউদ্দিন, মেহেদী হাসান মিঠু, মাজারুল ইসলাম, শাহাদাত হোসেন, বিল্লাল হোসেন জনি, মোঃআলিফ হোসেন, মেহেদী হাসান, হোসাইন রাহাত, সাইমন ইসলাম, সাউদার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তৌফিক চৌধুরী, আরফাত আলী, জোনাইদ সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
























