১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

 গ্রেফতার আনসার আল ইসলামের চার সক্রিয় সদস্য

রাজশাহীতে আনসার আল ইসলামের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। শনিবার ২৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- বেলপুকুর থানার ভরুয়াপাড়া এলাকার আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৫), কাজিরপাড়া এলাকার ইনতাজ আলী (২৯), বরিশাল নগরীর এয়ারপোর্ট থানার বাদলা এলাকার মমিনুর রহমান ওরফে নিরব (২২) ও নরসিংদী জেলার শিবপুর থানার তেলিকান্দা গ্রামের ইয়াছিন মিয়া (১৯)। এরা সবাই গত বছরের ৩০ জুন দায়ের করা একটি নাশকতা মামলার পলতাক আসামি।

রবিবার সন্ধ্যায় র‌্যাব-৫ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আরএমপির কাটাখালী থানার কাপাশিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় বেলপুকুর থানার মামলার পলাতক আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আরিফ ও ইনতাজ আলীকে গ্রেফতার করা হয়।

অপরদিকে কাটাখালী থানার আশরাফের মোড় এলাকায় অভিযান পরিচালনা চালানো হয়। এ সময় আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মমিনুর রহমান ও ইয়াছিন মিয়াকে গ্রেফতার করা হয়। উভয় অভিযানে তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ