রাজধানীর মিরপুরে আনোয়ারা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান নিহতের স্বামী শরিফুল ইসলামের বরাত দিয়ে জানান, মিরপুর দুই নম্বর সেকশনের ৮ নম্বর সড়কের ৩১ নম্বর বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে স্বামীর সঙ্গে থাকতেন আনোয়ারা। শরিফুল রাতে কাজ শেষ করে রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরে দরজায় ধাক্কা দিলে দরজা খুলে যায়। ঘরের ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে আনোয়ারাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে আনোয়ারা গলায় ফাঁস দিয়েছেন শরিফুল ইসলাম তা জানাতে পারেননি। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার উদগাড়ি গ্রামে। তাদের পাঁচ বছরের একটি সন্তান রয়েছে।
























