রাজধানীর অভিজাত এলাকা গুলশান।সেখানে এক উপজাতি গারো নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক (২৮)।গতকাল শনিবার সকালে গুলশান-১ এর ১২ নম্বর রোড এলাকা লাশটি উদ্ধার করা হয়।

ঘটনায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ভোর সকাল ৭টার দিকে ওই নারী রাস্তার পাশে রক্তাত অবস্থায় পড়েছিলেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য আপাতত ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 215
























