[english_date]

করোনা সঙ্কট: এলো স্বস্তির খবর

ইউরোপে করোনা ভাইরাসের প্রদুর্ভাবের ভয়াবহতায় প্রাণ গেছে হাজারো মানুষের। তবে এবার ইউরোপীয় দেশগুলোর মধ্যে থেকে এলো স্বস্তির খবর। প্রথম করোনা ভাইরাস মুক্ত দেশ হিসেবে ঘোষণা দিয়েছে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া। প্রথম ইউরোপীয় দেশ হিসাবে স্লোভেনিয়ান সরকার করোনা ভাইরাস মহামারির অবসান ঘটিয়েছে।

আল জাজিরা জানায়, শুক্রবার ইউরোপীয় রাষ্ট্র স্লোভেনিয়া ঘোষণা করে যে, তাদের দেশে করোনা ভাইরাস পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। স্বাস্থ্য বিষয়ে দেশটিকে আলাদা ভাবে বিশেষ কোন পদক্ষেপ নিতে হচ্ছে না।

স্লোভানিয়ায় দুই মাসের মহামারী শেষে শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী বলেন, আজ মহামারি মোকাবেলায় স্লোভেনিয়া ইউরোপের সেরা। আমরা এখন গর্ব করে বলতে পারি স্লোভেনিয়ায় কোন করোনা ভাইরাস নেই।

২০ লাখ জনসংখ্যার দেশ স্লোভেনিয়ায় প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয় মার্চ মাসের ৪ তারিখে। ১৫ মে পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছে ১ হাজার ৫০০। এদের মধ্যে মৃত্যু বরণ করেছে ১০৩ জন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ