[english_date]

এসএসসি পরীক্ষা রাতে

গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রিষ্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের ২৮ শিক্ষার্থী রাতে এসএসসি পরীক্ষা দিয়েছে। তারা সবাই মুকসুদপুর উপজেলার কেলগ মুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

ঢাকা বোর্ডের অনুমতিতে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের পরীক্ষা নেওয়া হয়।

শনিবার ছিল তাদের খ্রীষ্ট ধর্ম পরীক্ষা। তাদের ধর্মীয় বিধান মতে শনিবার দিনের বেলায় লেখা নিষেধ। তাই পরীক্ষার্থীরা রাতে পরীক্ষা দেয়। পরীক্ষার্থীদের মধ্যে ১৩ জন মেয়ে এবং ১৫ জন ছেলে ছিল। ২৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও একজন ছাত্রী অনুপস্থিত ছিলেন বলে জানায় কেন্দ্র সচিব।

তবে ঢাকা বোর্ডের নির্দেশে অন্যান্যদের সঙ্গে ওই ২৮ পরীক্ষার্থীকে সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হয়। রাত ৯টার পর পরীক্ষা শেষে তাদের বাইরে যেতে দেওয়া হয়। এবছর ওই শিক্ষার্থীদের ১৫ ফেব্রুয়ারি ছাড়াও আগামী ২২ ফেব্রুয়ারির পরীক্ষাও রাতে নেওয়া হবে বলে জানান কেন্দ্র সচিব মিনতী বৈদ্য।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ