[english_date]

এশিয়া কাপের ফাইনাল ম্যাচ সময় মতো শুরু হওয়া নিয়ে শঙ্কা

এশিয়া কাপ ফাইনাল ম্যাচ সময় মতো শুরু হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মিরপুর স্টেডিয়াম এলাকায় ভারী বৃষ্টি ও ঝড়েরর কারণে  সন্ধ্যার আগেই কালো মেঘে ঘিরে ফেলে স্টেডিয়ামের আকাশে। গুড়ি বৃষ্টির সঙ্গে বিদ্যুৎও চমকায়। তখন পিচ ঢাকা ছিল আবরণে। তবে সোয়া ছয়টার দিকে শুরু হয় প্রচণ্ড ধুলোঝড়। এরপরই আসে বৃষ্টি।

ঝড়ের কারণে স্টেডিয়ামে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। স্টেডিয়ামের সকল ফ্লাডলাইটের আলো নিভে যাওয়ায় পুরো স্টেডিয়াম এখন অন্ধকার।

খেলা মাঠে না গড়ালে শিরোপা ভাগাভাগি করে নেবে দু’দল। এর আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামতেই মূল উইকেট ঢেকে রাখার পাশাপাশি মাঠ থেকে ম্যাচ সম্প্রচারের ইলেকট্রনিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়।

রোববার দুপুর ২টার দিকে মিরপুরের আকাশে মেঘ উঁকি দিলে ঢাকা আবহাওয়া অফিসের কাছে এশিয়া কাপে ফাইনালের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা জানতে চাওয়া হয়। এ সময় আবহাওয়াবিদরা জানান, ‘দেশের উত্তরাঞ্চলসহ ঢাকা বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হবে।’

উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারি এশিয়া কাপে এবারের আসরের বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম ম্যাচের দিন বৃষ্টি হলেও তা ম্যাচে কোনো প্রভাব ফেলেনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ