২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার ভিয়েতনাম থেকে চাল আমদানির অনুমতি, ব্যয় ৫৭৮ কোটি

ভারত, পাকিস্তান ও মিয়ানমারের পর এবার ভিয়েতনাম থেকে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশটি থেকে ৫৭৮ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১ লাখ মেট্রিক টন চাল কেনা হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ভিয়েতনাম থেকে জিটুজি পর্যায়ে ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

ভিয়েতনামের ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশেন থেকে প্রতি মেট্রিক টন ৪৭৪.২৫ মার্কিন ডলার দরে এ চাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৫৭৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা।

এর আগে বিগত বৈঠকগুলোতে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকেও কয়েক দফায় চাল আমদানির অনুমতি দিয়েছিল ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এদিকে, বৈঠকে রোজায় নিত্যপণ্যের মজুত নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রোজায় যেন ঘাটতি না হয়, তা নিশ্চিত করা হবে। চাল, ডাল ও চিনিসহ নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ