দেশের বাজারে এনার্জি ড্রিংকস নামে যেসব পানীয় বিক্রি হচ্ছে, তাতে অতিরিক্তমাত্রায় অ্যালকোহল পাওয়া গেছে। এ তথ্য জানিয়ে একটি প্রতিবেদন মন্ত্রিসভা কমিটিতে জমা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য জানান।
তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের আলোচনায় উঠে এসেছে, বাজারে যেসব এনার্জি ড্রিংকস আছে সেগুলোর মধ্যে অতিমাত্রায় অ্যালকোহল এবং অন্য ক্ষতিকর উপাদান রয়েছে। সে জন্য সিদ্ধান্ত হয়েছে যে, মাদকদ্রব্যের ল্যাবরেটরি ছাড়াও আরো দুটি ল্যাবরেটরিতে পরীক্ষা করে অ্যালকোহল পাওয়া গেলে এগুলো বন্ধ করে দেয়া হবে। নিষিদ্ধ হবে এ সব পানীয়।
এছাড়া রাজধানীর গুলশান, বানানী, ধানমন্ডি, মহাখালীসহ বিভিন্ন এলাকার সিসাবারগুলোও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
























