নাটোরের সিংড়ায় একশ কেজি গাঁজাসহ মো. মিজানুর রহমান মিজান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৫। বুধবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। মিজান কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি এলাকার আবু বাক্কারের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়ার নেংগউন বাজারে পাথর বোঁঝায় একটি ট্রাক থেকে বেশ কয়েক বস্তা গাঁজা নামানোর সময় র্যাব-৫ এর সদস্যরা মিজানুর রহমানকে আটক করে। তার বিরুদ্ধে সিংড়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 182























