[english_date]

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ফিলিস্তিনকে সমর্থন করছে সেল্টিকের উগ্র গোষ্ঠী

ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যে সংঘাত হলেই পশ্চিমা দেশগুলোকে সাধারণত ইসরাইলের পক্ষে সুর মেলাতে দেখা যায়। ফিলিস্তিনিদের দীর্ঘদিনের নিপীড়নের ইতিহাসকে পাশ কাটিয়ে তারা ইসরাইলের নিরাপত্তাকেই বড় করে দেখে অর্থাৎ কোন না কোনভাবে তারা দখলদারদের সমর্থন দেয়ার অজুহাত বের করে। পশ্চিমা দেশগুলোর জনগণের মনোভাবও অনেকটা একইরকম। তবে ব্যতিক্রম ঘটল স্কটিশ প্রিমিয়ার লিগের ক্লাব সেল্টিকের উগ্র সমর্থক গোষ্ঠীর ক্ষেত্রে। তারা সমর্থন দিচ্ছে ফিলিস্তিনকে।

শনিবার (৭ অক্টোবর) থেকে নতুন করে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরাইল। এদিন সকালে হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে একযোগে কয়েক হাজার রকেট হামলা চালানো হয়। পাল্টা বিমান হামলা চালায় ইসরাইলও। চলমান এই সংঘাতে এখন পর্যন্ত দুই পক্ষে নিহত হয়েছেন পাঁচ শতাধিক, আহত কয়েক হাজার।

এ ঘটনায় ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে সেল্টিকের ওই উগ্র সমর্থক গোষ্ঠী। শনিবার কিলমারনকের বিরুদ্ধে তাদের ক্লাবের খেলা ছিল। যেখানে ৩-০ গোলের জয় পায় তারা। সেই ম্যাচেই গ্যালারি থেকে উগ্র সমর্থক গোষ্ঠী ফিলিস্তিনের প্রতি সমর্থন জানায়।

এদিন গ্যালারি থেকে উগ্র সমর্থক গোষ্ঠী বড় বড় ব্যানারে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানায়। ব্যানারে লেখা ছিল, ‘ফিলিস্তিনকে মুক্ত করো’, `প্রতিরোধের বিজয়।’ তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকাও।

ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানানোয় এরইমধ্যে অন্য পশ্চিমারা সমালোচনা শুরু করেছে সেই উগ্র সমর্থক গোষ্ঠীর। সমালোচকদের তালিকায় আছেন সেল্টিকের সাবেক খেলোয়াড় নির বিটনও। ইসরাইলি এই ফুটবলার ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সেল্টিকে খেলেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিটন লিখেছেন, ‘তোমাদের প্রতি লজ্জা। আর হ্যাঁ, হামাসের হাত থেকে গাজাকে মুক্ত করো, ইসরাইলিদের হাত থেকে নয়। সন্ত্রাসী সংগঠন, যারা হত্যা করছে, তাদের সমর্থন করা পাগলামি। লজ্জাজনক!’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ