সংযুক্ত আরব আমিরাতের চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ২০১৬ উপলক্ষে ১১ মার্চ আবুধাবীর ফরমাল পার্কে ‘স্বাধীনতা মেলা ২০১৬’ এর আয়োজন করা হয়। দিন ব্যাপী এ উৎসবে খেলাধুলা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাধীনতা উৎসবটি উদ্বোধন করেন ব্যবসায়ী জসিম উদ্দিন সেলিম। প্রবাসের প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেবের সভাপতিত্বে এবং ম আয়ুব খানের সঞ্চালনায় ওই উৎসবের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাবু শৈবাল বড়ুয়া, বেলায়েত হোসেন হিরু, সেলিম নেওয়াজ, এসএম ইদ্রিস, ফজলুল কাদের আজিম, বিশু চক্রবর্তী, প্রমুখ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- খোরশেদ আলম, নুর হোসেন, সেলিম আনসারী, মঞ্জু তালুকদার, জামাল উদ্দিন, , রানা দাশ, ইউনুস চৌধুরী ইমু, রায়হান চৌধুরী, মামুন, একরাম হোসেন, মোহাম্মেদ জাবেদ, সৈয়দ খোরশেদ, বোরহান, ফারুক রেজা, , মোহাম্মেদ পিয়ারু, সজীব, আরিফ মহিউদ্দিন সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে দেশে ও প্রবাসে ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সবাইকে চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসীদের পাশে থাকার আহবান জানান। নিজেরাই ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। উৎসবে আয়োজিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানে অনেক প্রবাসী অংশগ্রহণ করেন।
























