[english_date]

আবারও আনসারুল্লাহ বাংলা টিমের চিঠি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ২৫ জনকে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিম ১৩ লেখা ওই চিঠিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও রয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপাচার্য আরেফিন সিদ্দিকের কার্যালয়ে ডাকযোগে ওই হুমকি বার্তা আসে বলে জানা যায়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এম আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

হুমকির তালিকায় থাকা অন্যান্য ব্যক্তিরা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জনপ্রিয় কথা সাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবাল, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান,

সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহরিয়ার কবির, মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, একাত্তর টিভির উপস্থাপিকা নবনীতা চৌধুরী, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, গণজাগরণ মঞ্চের একাংশের নেতা কামাল পাশা চৌধুরী, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সাংবাদিক শাহীন রেজা নূর, গণজাগরণ মঞ্চের কর্মী মাহমুদুল হক মুন্সী বাঁধন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু, ব্লগার কানিজ আকলিম সুলতানা, গণজাগরণ মঞ্চের কর্মী এস এম শাহীন, আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক আরাফাত রহমান, সাংবাদিক মুন্নী সাহা, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মঞ্জুরুল আহসান বুলবুল ও সঙ্গীতা ইমাম। এ ছাড়া সময়ে তা আরো বর্ধিত করা হবে বলেও চিরকুটে উল্লেখ করা হয়েছে।

হুমকির ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তিনি এ ঘটনায় মোটেই বিচলিত নন। এ ধরনের চিরকুট মাঝেমধ্যেই আসে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী জানিয়েছেন, এ ঘটনায় শাহবাগ থানায় একটা সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

এর আগে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালেয়র উপাচার্যসহ ১১ জনকে হত্যার হুমকি দিয়ে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ লেখা চিঠি আসে। এরপর একই সংগঠনের নাম লেখা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ সাতজন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়ে চিঠি আসে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ