[english_date]

আজ কি রকম হবে তামিমের নতুন উদযাপন ?

তামিম ইকবালের ২২ গজের খেলোয়াড়। তিনি ব্যাটিং যেমন মুগ্ধতা ছড়ায়, তেমনি তাঁর উদযাপন ও ভিন্ন স্টাইলে করেন।
মনে আছে ২০১০ সালে লর্ডস টেস্টে সেই উদযাপনের কথা? সেঞ্চুরির পর দৌড়ে গিয়ে দিলেন মস্ত এক লাফ। তারপর কয়েকবার জার্সির পেছন দিকে হাত দিয়ে ড্রেসিংরুমের দিকে দেখালেন।

তামিমের উদযাপন
তামিমের উদযাপন

পরে তিনি খোলাসা করেন রহস্যটা—জার্সির পেছন দেখিয়ে অ্যাটেনডেন্টকে অনার্স বোর্ডে নাম লেখানোর তাগাদা দিয়েছিলেন নাকি!তামিমের বিখ্যাত উদযাপনের তালিকা করতে বসলে ২০১২ এশিয়া কাপের ফাইনালটাও মনে পড়বে আপনার। এশিয়া কাপে টানা চার ফিফটির পর এক-দুই করে হাতের চার আঙ্গুল দেখালেন তামিম। উদযাপনের কারণ হিসেবে পরে বলেছিলেন, ‘টিমমেটদের বলতে চেয়েছি, ‘দেখো তোমরা , টানা চারটা ফিফটি করেছি।’
সর্বশেষ তামিমের স্মরণীয় উদযাপন হয় গত এপ্রিলে, পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির পর। ব্যাট ফেলে-গ্লাভস খুলে মাথার ওপর দুই হাত তুলে কথা বলার ভঙি করলেন তিনি। সেই উদযাপনের ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, ‘আমিরোনালদোর ফ্যান। ক্রিস্টিয়ানো গোল করার পর প্রায়ই এভাবে উদযাপন করে। আমিও ওর মতোই করলাম।’আজ কিরকম হবে তামিমের নতুন উদযাপন ?করতে পারবেন তো তামিম?এই নিয়ে তামিম এর কথা হল-‘দল জিতলে ব্যতিক্রম উদযাপন করার চেষ্টা করব।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ