আজ শনিবার নাগপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ “বি” এর গুরুত্বপূর্ণ খেলায় আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এ ম্যাচের জয়ী দল বাছাইপর্ব থেকে নিশ্চিত করবে সুপার টেনে খেলা। বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে ।
শুরু থেকেই ভালো খেলছে দু`দল। প্রথম দুটি ম্যাচে জয় পেয়ে বেশ উজ্জীবিত তারা। তবে শক্তির বিবেচনায় বেশ খানিকটা এগিয়ে আফগানিস্তান। ধারাবাহিক ভালো খেলে আইসিসি`র টি-টোয়েন্টি রেঙ্কিং ১৯০২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে দলটি। অন্যদিকে জিম্বাবুয়ের খুব একটা ভালো সময় যাচ্ছে না । ১২৯০ পয়েন্ট নিয়ে রেঙ্কিং ১১ নম্বরে রয়েছে তারা।
এদিকে বিশ্বকাপের বাছাইপর্বে দু`দলের পয়েন্ট সমান। তবে রান রেটে এগিয়ে আছে আফগানিস্তান। এ ক্ষেত্রে ধর্মশালার মতো নাগপুরে বৃষ্টির প্রভাব থাকলে সুবিধা পেতে পারে দলটি।
উল্লেখ্য প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ “বি” থেকে ইতোমধ্যে ছিটকে পড়েছে হংকং ও স্কটল্যান্ড।
























