[english_date]

আগৈলঝাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু ও শিক্ষা উপকরণ বিতরণ

 

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়ক উপকরণ ও সকল শিশুদের জন্য টিফিন বক্স বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান উক্ত উপকরণ বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি বিদ্যালয় হচ্ছে ফুল বাগান, শিশুরা হচ্ছে ফুল আর শিক্ষকরা হচ্ছেন সেই বাগানের মালি। কোন শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। শিশুরা অফুরন্ত সম্ভাবনার বীজ। তাদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা রাখতে হবে। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে এখানে একটি বিশ্রামাগার তৈরী করে দেবো। আর যে কোন বিদ্যালয়ের যে কোন সমস্যার জন্য আমাকে বলবেন। আমি তা নিরসনের ব্যবস্থা করবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবু তাহের, এসএমসি সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ। পরে জেলা প্রশাসক আগৈলঝাড়া অফিসার্স ক্লাবে শিশুদের নৃত্য-গীত ও চিত্রাঙ্কন প্রশিক্ষণ উপভোগ করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ