[english_date]

আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৬ : থানায় লিখিত অভিযোগ

 

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় বসতবাড়ির জায়গার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৬ জন আহত হয়েছে। এসময় হামলাকারীরা মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটনায় বলে অভিযোগ করেন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের অশ্রুল খানের সাথে একই বাড়ির ইউসুফ খানের সাথে ওয়ারিশসূত্রে ক্রয় করা সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। হাল মাঠজরিপে ৩০ধারায় অশ্রুল খান জায়গার রেকর্ড পায়। ৩১ ধারায় ইউসুফ খান রেকর্ড পায়। ওই জায়গা নিয়ে গতকাল সোমবার সকালে ইউসুফ খানের সাথে অশ্রুল খানের বাক বিতন্ডার একপর্যায়ে ইউসুফ ও ফরমান খানের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল অশ্রুল খান ও তার পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে মহিলাদের শ্লীলতাহানি ঘটায়। হামলায় অশ্রুল খান, তার স্ত্রী নুপুর বেগম, বড়ভাবী মাকসুদা বেগম, মেঝভাবী সাজেদা বেগম ও হামলা ফিরাতে এসে মওলা খানসহ ৬জন আহত হয়। গুরুতর আহত ৩জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অশ্রুলের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ