আগামীকাল ২৫ অক্টোবর বুধবার জাসদের প্রতিষ্ঠাকালীন সংগঠক জননেতা অধ্যাপক নুরুদ্দিন জাহেদ মঞ্জু এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দলের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে মরহুমের হালিশহরস্থ কবরে দলীয় নেতৃবৃন্দের পুষ্পমাল্য অর্পণ, বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।
এছাড়া মরহুমের পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।
পোস্টটি যতজন পড়েছেন : 252
























