[english_date]

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে জেএসসি-জেডিসি পরীক্ষা।

সারাদেশে শনিবার থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ বছর দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থী সংখ্যা ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন এবং বাকী ৪ লাখ ৯৬৬ জন জেডিসি পরীক্ষার্থী। মোট ২ হাজার ৯৮২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্টিত হবে। ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো।
গত ২৯ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষাসংক্রান্ত এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধ কঠোর হস্তে দমন করবেন বলে জানিয়েছেন।
আরো বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষার কারণে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত গুজবে কান না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ