সারাদেশে শনিবার থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ বছর দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থী সংখ্যা ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন এবং বাকী ৪ লাখ ৯৬৬ জন জেডিসি পরীক্ষার্থী। মোট ২ হাজার ৯৮২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্টিত হবে। ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো।
গত ২৯ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষাসংক্রান্ত এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধ কঠোর হস্তে দমন করবেন বলে জানিয়েছেন।
আরো বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষার কারণে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত গুজবে কান না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।



















