আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে এবার আইপিএল-এ মন দিতে চলেছেন মাইকেল ক্লার্ক৷ আসন্ন বিগ ব্যাশেও খেলতে দেখা যাবে সদ্য প্রাক্তন অজি অধিনায়ককে৷ পাশাপাশি নবম আইপিএল-এ খেলার কথা ভাবছেন ক্লার্ক৷
সদ্যসমাপ্ত অ্যাশেজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন ক্লার্ক৷ তবে এখনই বাইশ গজকে বিদায় জানানোর কথা ভাবছেন না তিনি৷ বিগ ব্যাশে মেলবোর্ন স্টারসের সঙ্গে ইতিমধ্যেই দু’ বছরের চুক্তি পাকা করে ফেলেছেন অস্ট্রেলিয়ার ডানহাতি ব্যাটসম্যান৷ আইপিএল খেলার প্রশ্নে ক্লার্ক বলেন, ‘দেখা যাক, কয়েক দিনের মধ্যে এ নিয়ে ভাবব৷ আপাতত এখন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছি৷ ফিরে শরীর ও মন দিয়ে আইপিএল খেলার কথা ভাবব৷’
দেশের কথা ভেবে এতদিন আইপিএল-কে না-বলেছিলেন ক্লার্ক৷ অস্ট্রেলিয়ার অনান্য ক্রিকেটাররা আইপিএল-এর প্রচুর টাকা লোভ ছাড়তে না-পারলেও ক্লার্ক সে পথে হাঁটেননি৷ তিনিই প্রথম অজি ক্রিকেটার যিনি দেশের জন্য আইপিএল খেলতে অস্বীকার করেন৷ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এবার আইপিএল খেলার কথা ভাবতে পারেন তিনি৷ ২০১২ পুণে ওয়ারিয়র্সের হয়ে আইপিএল মঞ্চে দেখা গিয়েছিল ক্লার্ককে৷ কিন্তু তার পর আইপিএল না-খেলে দেশের হয়ে খেলায় বেশি মন দিয়েছিলেন প্রাক্তন অজি অধিনায়ক৷























