বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে গতকাল রাতে বাংলাদেশ বিমানের বিজি ০২১ ফ্লাইটে ওমানে যাওয়ার কথা ছিল।
তার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফুটবল দল ও কর্মকর্তারা। বোর্ডিং ও অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ করার পর দুই ঘন্টা দেরী ছাড়েন বিমান। যেখানে সাড়ে নয়টায় ছাড়ার কথা ছিল। কিন্ত প্রথম দফার সমস্যা সমাধান করে উড়ান দিলে দেখা যায় যান্ত্রিক ত্রুটি। এমন সময় বিমানের মধ্যে বৈদ্যুতিক গোলযোগ নতুন সমস্যা। এরপর প্রায় এক ঘন্টা উড়ার পর ঢাকায় ফেরত আসে। এসময় বিমানে থাকা সকল ফুটবলার ও কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পড়েন। উপর ওয়ালার কৃপায় সবাই সুস্থ আছেন। পরবর্তী ফ্লাইট কখন তা এখনো নিশ্চিত করেনি কতৃপক্ষ।
পোস্টটি যতজন পড়েছেন : 309



















