মাহিন্দ্রো অ্যান্ড মাহিন্দ্রো ভারতের প্রথম সারির অটো ইউটিলিটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটি পরিকল্পনা নিয়েছে তাদের গাড়িতে গুগলের অ্যানড্রয়েড অটো টেকনোলজি সংযোজন করার।
মাহিন্দ্রোর স্পোর্টস ইউটিলিটি ভেইকেল এক্সইউভি ৫০০ এবং স্কোরপিও তে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। এটির সাহায্যে গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম নিয়ন্ত্রণ করা যাবে।
এতে গুগল ম্যাপের সাহায্য নিয়ে গাড়ি চালানো যাবে। এছাড়া, ভয়েস কমাণ্ডের মাধ্যমে গাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি গাড়ির দরজা, জানালা বন্ধু খোলাও যাবে অ্যানড্রয়েড অটোর সাহায্যে।
পোস্টটি যতজন পড়েছেন : ৩২৭
























