সারাজীবন ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আগামী দিনেও করব। আমি একজন দেশপ্রেমী ডন। ইন্দোনেশিয়ায়ে এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাত্কারে আজ এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন।
এদিকে আজই জার্কাতায় ছোটা রাজনের সঙ্গে দেখা করেন ভারতীয় কনস্যুলেট সঞ্জীব অগ্রবাল। জানা গেছে, শারীরিক সমস্যা সহ কয়েকটি কারণে ছোটা রাজন ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে চান। সে কারণেই সঞ্জীব অগ্রবালকে রাজনের সঙ্গে দেখা করতে পাঠানো হয় বলে খবর।
সূত্রের খবর, ইন্দোনেশিয়া থেকে ছোটা রাজনকে ভারতে ফিরিয়ে আনতে যাওয়া সিবিআই ও মুম্বই পুলিশের বিশেষ দলের ওপর হামলার আশঙ্কা রয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির হাতে এমনই তথ্য এসেছে। সূত্রের দাবি, এই তথ্য হাতে আসার পরই তত্পর হয় ভারত সরকার। বালিতে যাতে ভারতীয় তদন্তকারীদের যথাযথ সুরক্ষা দেওয়া হয়, সে জন্য ইন্দোনেশিয়া সরকারকে অনুরোধ জানানো হয়েছে বলে খবর।
সূত্রের আরও দাবি, রাজনের নিরাপত্তার ক্ষেত্রেও ব্যাপক কড়াকড়ি করা হয়েছে। যে বিমানে রাজনকে ভারতে উড়িয়ে আনা হবে, সেখানে ৩ জন কমান্ডো এবং ৩ জন শার্প শুট্যার রাখার সিদ্ধান্ত হয়েছে বলে খবর।
সুত্রঃ এবিপি আনন্দ
 
								 
								 
								
 
								



 
								 
								 
								



















 
															 
								