[english_date]

ঠান্ডা মাথায় ইসরাইলি নিরাপত্তা কর্মীকে ছুরিকাঘাত করল ফিলিস্তিনি নারী (ভিডিও)

ফিলিস্তিনি এক নারী কথা বলার ভঙ্গিতে ঠান্ডা মাথায় ইসরাইলি নিরাপত্তা কর্মীকে ছুরিকাঘাত করেছেন ।

কালো বোরকা এবং হিজাবে সারা শরীর মোড়ানো ওই নারীর ব্যাগে ছিল ধারালো অস্ত্র। পশ্চিম তীরবর্তী গাজা ভূখ-ের খুব কাছেই ইসরাইলি স্থাপনা বৈতার লিটে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল ওই পুলিশ কর্মকর্তা।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ইসরাইলি সীমান্ত পুলিশের গুলিতে ফিলিস্তিনি এক সন্ত্রাসী নিহতের পর এঘটনা ঘটলো।

ফুটেজে দেখা যায়, দিন-দুপুরে ব্যস্ত রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। পশ্চিম তীরের ওই স্থাপনার নিরাপত্তার দায়িত্বে মূল ফটকেই অবস্থান করছিলেন নিরাপত্তা রক্ষী। স্থাপনায় প্রবেশের আগে নিয়মিত যাচাইয়ের অংশ হিসেবে যখন নিরাপত্তারক্ষী ওই কর্মী তার কাগজ দেখছিলেন ওই মুহূর্তেই ব্যাগ থেকে ছুরি বের করে তাকে আঘাত করে বসলেন কালো বোরকা পরা সেই নারী।

ওই নিরাপত্তা রক্ষী বলেন, ‘ওই মহিলা যে একজন সন্ত্রাসী আমি বুঝতেই পারিনি। আমি তাকে রাস্তা চেনে না এমন নারী মনে করেছিলাম। এমনকি তার কাছে সবুজ রঙের ফিলিস্তিনি আইডি কার্ড ছিল। আমি যখন তাকে বলেছিলাম তুমি এর ভেতরে যেতে পারবে না। ওই মুহূর্তেই তিনি ছুরি বের করে আমাকে আঘাত করেন।’

হামলাকারী ওই নারী ২২ বছর বয়সী হিলওয়া সালিম দারউইস।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ