[english_date]

১ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক ইন্টারনেট সংযোগ

বাংলাদেশে এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক ইন্টারনেট সংযোগ । কারিগরি ত্রুটির জন্য ইন্টারনেট সাময়িক বন্ধ ছিল বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। বেলা সোয়া দুইটার দিকে ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসআপ, ভাইবার ও মেসেঞ্জার বন্ধ আছে।

ইন্টারনেট বন্ধ থাকায় এক ঘণ্টা পর্যন্ত চরম বিড়ম্বনা পোহাতে হয়েছে দেশের প্রযুক্তিনির্ভর মানুষদের। অনলাইন গণমাধ্যমসহ অনেকের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আজ বুধবার বেলা একটার কিছুক্ষণ পর হঠাৎ করে খবর আসে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসআপ, ভাইবার ও মেসেঞ্জার সাময়িকভাবে বন্ধ করেছে সরকার। এর কিছুক্ষণ পর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দেশের সব কম্পিউটার-মোবাইল। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)  পক্ষ থেকে জানানো হয়, শিগগির খুলে দেয়া হবে ইন্টারনেট। তবে যত সময় গড়াচ্ছিল তত অনিশ্চয়তা ও আতঙ্ক বাড়ছিল জনমনে।

ইন্টারনেট সংযোগ না থাকায় আর্থনিউজ২৪সহ অনলাইন-নির্ভর গণমাধ্যমগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় কর্মীরা গল্প-গুজব করে অলস সময় কাটান। ইন্টারনেট সংযোগ পেতে কতটা সময় লাগবে তা না জানায় অস্থিরতা বাড়ে কর্তৃপক্ষের মধ্যে।

বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, কারিগরি ত্রুটির কারণে ইন্টারনেট সাময়িক বন্ধ আছে। শিগগির খুলে দেয়া হবে। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফেসবুকসহ সামাজিক যোগাযোগের চারটি মাধ্যম বন্ধ থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ