ইলিয়াছ ইমরুল, চট্টগ্রাম:
নগরীর চান্দগাঁও থানার অনন্যা আবাসিক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. নোমান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নোমান চান্দগাঁওয়ের ৪ নম্বর ওয়ার্ডের শমসের পাড়ার মো. হাফেজের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম চৌধুরী বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক ক্যাজুয়েলিটি ওয়ার্ডে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
পোস্টটি যতজন পড়েছেন : 260