[english_date]

শবে কদর নির্দিষ্ট কোন রাতে? – ফেকাহের ব্যাখ্যা

মোহাম্মদ ইউছুপ, আর্থ নিউজ ২৪:

শবে কদরের নির্দিষ্ট তারিখ সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। তবে বেশিরভাগ আলেমদের মতে, এটি রমজানের শেষ দশ রাতের বিজোড় রাতগুলোর মধ্যে একটিতে হয়ে থাকে।

📖 হাদিসে এসেছে:
✅ “শবে কদরকে রমজানের শেষ দশ রাতের বিজোড় রাতগুলোর মধ্যে তালাশ করো।” (বুখারি: ২০১৭)

📌 ফেকাহ অনুযায়ী শবে কদরের সম্ভাব্য রাত
📅 ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯তম রমজান

কিছু সাহাবি মনে করেন, শবে কদর ২৭ রমজানেই হয়।

📖 হযরত উবাই ইবনে কাব (রা.) বলেন:

“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এটি ২৭তম রাত।” (মুসলিম: ৭৬২)

✅ ইমাম ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন:

“শবে কদরের নির্দিষ্ট রাত জানানো হয়নি, যেন মানুষ বেশি ইবাদতে মনোযোগী হয়।”

📌 ফেকাহ মতে করণীয়:
✔ শেষ দশ রাতের সবগুলোতে বেশি বেশি ইবাদত করা উত্তম।
✔ ২৭ তারিখে বিশেষ আমল করা যেতে পারে, তবে নির্দিষ্ট মনে করা ঠিক নয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ