বিশেষ প্রতিনিধি : আজ ফজরের পর বন্দর নগরী চট্টলার ঐতিহাসিক আগ্রাবাদ জাম্বুরী মাঠে চরমোনাই মাহফিলের নমুনায় অনুষ্ঠিত ৩দিন ব্যাপী বিশাল ‘ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের’ আনুষ্ঠানিক কার্যক্রম আমিরুল মুজাহিদীন আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম- পীর সাহেব চরমোনাই’র আখেরী নছিহত ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।[ad id=”28167″]
তিনি দেশ-জাতি-উম্মাহর জন্যে, আজাদী-ঐতিহ্যের জন্যে, দেশের স্বাধীনতা- সার্বভৌমত্তের জন্যে, ঐক্য ও ভ্রাতিত্ব সর্বপরি মুসলিম উম্মাহর হেদায়েত,সুস্থতা ও নেক হায়াত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন। এ সময় উপস্থিত মুসল্লিদের আমিন আমিন ধ্বনীতে মুখরিত হয় আগ্রাবাদ জাম্বুরী মাঠসহ আশপাশের এলাকা।
পোস্টটি যতজন পড়েছেন : 124