কি অস্থির হয়ে গেলেন? উঠতে পারেন অনেকেই! এ কী কথা! বাবা হয়ে শেষে কি না মেয়ের সঙ্গে ভাগ্নের প্রেম করার পরামর্শ দিচ্ছেন অনিল কাপুর!
যে যা-ই বলুন না কেন, অনিল কাপুর কিন্তু তাঁর বক্তব্য থেকে এক তিলও সরছেন না। তাঁর সাফ কথা, ভাই হোক, বোন হোক- ওসব মাথায় রাখার দরকারটা কী! সোনম কাপুর আর রণবীর সিংকে সেলুলয়েডে একসঙ্গে দেখতে খুবই ভাল লাগবে। ওটাই তো সবার আগে দরকার রুপোলি পর্দার একটা দুরন্ত জুটির পক্ষে!সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে অনিল এই মন্তব্যটি করে বসেন।

তাঁর মতে, ইদানীং বলিউড থেকে কিংবদন্তি কোনও জুটি তৈরি হচ্ছে না। তাই মেয়ে আর ভাগ্নের এই জুটির পরামর্শটা দিয়েছেন তিনি।অনিল কাপুরের সোজা বক্তব্য, সোনম আর রণবীর- দুজনেই একে অপরকে চেনেন সেই ছোটবেলা থেকে। অতএব, তাঁদের মধ্যে একটা স্বতস্ফূর্ত রসায়ন আছেই। সেই রসায়নের মধ্যে যেমন রয়েছে ভালবাসা, তেমনই রয়েছে খুনসুটি। আর রয়েছে পরস্পরের প্রতি নির্ভরশীলতাও।
তাই, বার বার অনিলের মনে হয়েছে, সোনম আর রণবীর এই জেনারেশনের আদর্শ বলিউড কাপল আইকন হতে পারবেন।তবে দেখা যাক, প্রযোজক-পরিচালকরা এবার ব্যাপারটা নিয়ে কী ভাবেন!তা আপনি কি ভাবছেন?