আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।
সাতক্ষীরা সদর থানা সূত্রে জানা গেছে, অরুন ঘোষ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে রবিবার ১৯ এপ্রিল-২০২৯ দুপুরে ভোমরা ইউনিয়নের নবাতকাটি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে আটক করা হয়, এসময় তার কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি অরুণ ঘোষ ওরফে সাগর ওরফে সোহেল সাতক্ষীরা আলীপুর নাথপাড়া গ্রামের অজয় ঘোষের ছেলে। সে নিজেকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম পরিচয় দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করতো বলে জানা গেছে।