বন্দরনগরী চট্টগ্রামে ঈদ উপলক্ষে ধীরে ধীরে জমে উঠছে ছেলেদের পাঞ্জাবি কেনাবেচা। উষ্ণ আবহাওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমকে মাথায় রেখে নানা ডিজাইনের পাঞ্জাবির সমারোহে দোকান সাজিয়েছে ফ্যাশন হাউসগুলো।। অন্যদিকে বেচা-কেনার শুরুর দিকে হওয়ায় দামও তুলনামূলক কম।
রোজা আসতে না আসতেই চট্টগ্রামে শুরু হয়েছে ঈদের জন্য পোশাক কেনার তোড়জোড়। এক্ষেত্রে ছেলেরা যত পোশাকই কিনুক না কেন, সাথে পাঞ্জাবি একটা থাকবেই। পাঞ্জাবি ছাড়া ঈদের নামাজ আদায় কিংবা ঈদ উদযাপন কল্পনাই করা যায় না। আর তাই নগরীর শপিং মলগুলোতে পাঞ্জাবির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ক্রমশ বাড়ছে। কয়েকজন ক্রেতা বলেন, ‘পাঞ্জাবি মুসলমানদের একটি ঐতিহ্যবাহী পোশাক, এটি না হলে ঈদটাকেই অসম্পূর্ণ মনে হয়।’
এদিকে ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে পাঞ্জাবিকেই প্রাধান্য দিচ্ছেন বিক্রেতারাও। আর ক্রেতা আকর্ষণের জন্য বিভিন্ন নকশা ও রঙ-বেরঙের পাঞ্জাবির কালেকশন রাখছে ফ্যাশন হাউসগুলো। বিক্রেতারা জানালেন, ‘ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা বিভিন্ন রঙের পাঞ্জাবি রাখছি। এবার যেহেতু গরম পড়েছে, তাই সেদিকটি বিবেচনা করেও পাঞ্জাবির ডিজাইন করা হয়েছে।’
অন্যদিকে পুরোদমে কেনাবেচা জমে না ওঠায় পাঞ্জাবির দাম এখনও হাতের নাগালের মধ্যে আছে বলে জানালেন ক্রেতা-বিক্রেতা উভয়েই। কয়েকজন ক্রেতা বলেন, ‘গতবছর যা কিনেছি, তার তুলনায় দাম ভালোই মনে হচ্ছে।’ বিক্রেতারা বলেন, ‘কম-বেশি সব দামের পাঞ্জাবিই আছে, ক্রেতার ওপর নির্ভর করছে সবকিছু।’
বিক্রেতারা বলছেন, এখন বিক্রি খুব একটা কম হচ্ছে না,তবে রমজানের শেষ দিনগুলোতে পাঞ্জাবির কেনাবেচা হবে সবচেয়ে বেশি।