রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড নয়। ১১টা ৫৯ মিনিট ৬০ সেকেন্ডের পর শুরু হবে নতুন দিন। আর এমনটাই হবে আগামী ৩০ জুন। ফলে ওই দিন ৮৬,৪০০ সেকেন্ডের বদলে হবে ৮৬, ৪০১ সেকেন্ড। এমনটাই জানাচ্ছেন প্যারিসের আর্থ রোটেশন সার্ভিসের বিজ্ঞানীরা।
তাঁরা জানিয়েছেন, প্রতিদিনই কমে আসছে পৃথিবীর আহ্নিক গতি। ফলে সেই গতির সঙ্গে তাল মেলাতেই অতিরিক্ত ১ সেকেন্ড যোগ করা হবে আগামী ৩০ জুন। লিপ ইয়ারের মতো এই মাসে থাকবে লিপ সেকেন্ড।
কিন্তু, এই লিপ সেকেন্ডই ঘুম কেড়েছে সফটওয়্যার কম্পানিগুলির। সময়ের হেরফেরের কারণে প্রোগ্রাম বসে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। তবে, আপাতত এই বিপদ রুখতে সবরকমের চেষ্টা চালানো হচ্ছে।