এ বছর ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর বসবে ভারতের মাটিতে। ভারত স্বাগতিক হওয়ায় বিশ্বকাপ জয়ের দৌড়ে নিজ দেশকেই এগিয়ে রাখছেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে অশ্বিন বলেছেন, ‘ঘরের মাঠে ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা বেশি বলেই মনে করি। ২০১৯ বিশ্বকাপের পর থেকে ঘরের মাঠে এক দিনের ক্রিকেটে ভারতের জয়ের পরিসংখ্যান খুব ভালো। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা; যে দলই ভারতে এসেছে, তাদের বিরুদ্ধেই জিতেছে। ৭৮-৮০ শতাংশ ম্যাচে জয় পেয়েছে।’
ভারতকে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে রাখার পেছনে পরিসংখ্যানিক ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন অশ্বিন। তিনি বলেন, ‘২০১৯ বিশ্বকাপের পর ভারত নিজেদের দেশে ওয়ানডে ম্যাচ খেলেছে ১৮টা, এগুলোও আবার ভিন্ন ১৪ মাঠে। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে এমন কিছু দেখা যাবে না। ওরা টেস্ট খেলে ৪-৫টা মাঠে, এক দিনের ক্রিকেট খেলে ২-৩টা মাঠে। তাই হাতের তালুর মতো চেনে। ভারতীয় দল দেশের সব মাঠের সঙ্গে মানিয়ে নিতে পারবে।’
ভারতের বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে বড় হুমকি হতে পারে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই তিনটা দলের বিপক্ষেই রোহিতদের খেলার অভিজ্ঞতা ভালো। অশ্বিন বলেন, ‘ধোনির নেতৃত্বে ২০১১ বিশ্বকাপ জেতার পর থেকে অনেক জল গড়িয়েছে। ভারতীয় ক্রিকেটাররা ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ায় গিয়ে খেলে এসেছে। ফলে ওদের বিপক্ষে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। বাকিরাও অবশ্য এ দেশে আইপিএলের সুবাদে অনেক বার এসেছে। ফলে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’
অশ্বিন আরও বলেন, ‘পরিবেশের সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করে লাভ হবে না। কারণ পরিবেশ নিয়ন্ত্রণ করা যায় না। তাই সবার আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। ভারতের দলে এমন অনেক ক্রিকেটার রয়েছে যারা এটা সহজে করতে পারে। তবু যদি কোনো ম্যাচে শিশির, বাউন্ডারির দৈর্ঘ্য বা আরও কিছু জিনিস নিয়ে সমস্যা তৈরি হয়, তা হলে ভারত চিন্তায় পড়তে পারে। তবে আগে দেখতে হবে কতগুলো মাঠে আমরা খেলার সুযোগ পাব।’