Sat, January 28, 2023
রেজি নং- আবেদিত

মান বাঁচাতে আগামীকাল মীরপুরে নামছে ধোনিবাহীনি

বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ হারের পর হোয়াইটওয়াশ বাঁচাতে নামছে টিম ইন্ডিয়া৷ তিন ম্যাচের সিরিজে ০-২ পিছিয়ে বুধবার শের-ই বাংলা স্টেডিয়ামে মান বাঁচানোর লড়ায়ে ধোনিবিগ্রেড৷
শুধু সিরিজ হার নয়, প্রথম দু’টি ম্যাচেই বাংলাদেশের কাছে গো-হারান হেরেছে ভারত৷ বুধবার জিতে সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিতে চায় ‘মেন ইন ব্লু’৷ দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ও সিরিজ হেরে ক্ষতবিক্ষত হয়ে দলকে টেনে তোলার কঠিন চ্যালেঞ্জ ধোনি ও শাস্ত্রীর সামনে৷ মাত্র তিন মাস আগে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা ভারত শেষ কি না বাংলাদেশের সামনেও জুজু দেখছে! এটা মেনে নেওয়া যায় না৷ সিরিজের প্রথম ম্যাচে রান তাড়া করে হার৷ দ্বিতীয় ম্যাচে প্রথম ব্যাট করে ২০০ অল-আউট হয়ে যাওয়া৷ সব কিছু প্রমাণ করছে টিম ইন্ডিয়ার অবনমন ও বাংলাদেশের উত্থান৷
ভারতীয় দলে দুই ক্যাপ্টেনের থিওরির পরই এত অধপতন! ঠিক যেমনটা হলেছিল আইপিএল-এ বুকাননের কোচিংয়ে কলকাতা নাইটরাইডার্স৷ বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে ধোনির টেস্ট অবসরে পাঁচ দিনের ক্রিকেটে টিম ইন্ডিয়ার নতুন নেতা হয়েছেন বিরাট কোহলি৷ কিন্তু ওয়ান ডে ও টি-২০ তে নেতৃত্বের ব্যাটনটা রয়েছে সেই ধোনির হাতেই৷ কোহলির নেতৃত্ব বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্ট ড্র হওয়ার পর প্রথম দু’টি ওয়ান ডে হেরে সিরিজ খুঁইয়েছে ধোনির ভারত৷ ১৯ বছরের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের পেস ও সুইংয়ে কুপোকাত ভারতীয় ব্যাটসম্যানরা৷ অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ছ’ উইকেট নিয়ে ক্রিকেটবিশ্বে নজর কেড়েছেন মুস্তাফিজুর৷ ঠিক উলটো ছবি ভারতীয় বোলিংয়ে৷ ভুবনেশ্বর কুমার, উমেশ যাদবদের পিটিয়ে রান তুলেছে বাংলাদেশ৷ রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলদের স্পিনেও ধার কমেছে৷ ভারতীয়দের সামনে হোয়াইটওয়াশ বাঁচানোও তাই কঠিন পরীক্ষা৷
অন্য দিকে পাকিস্তানের বিরুদ্ধে ৩-০ সিরিজ জয়ের পর ভারতের বিরুদ্ধেও হোয়াইটওয়াশের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ৷ মোর্তাজা-মুস্তাফিজুদের উৎসবে সামিল হতে তৈরি গোটা দেশ৷ যদিও এটাকে বাড়তি চাপ বলে মানছেন না বাংলাদেশ অধিনায়ক৷ মাশরাফি মোর্তাজা বলেন, ‘আমাদের কোনও চাপ নেই৷ সিরিজের আগে কেউ ভাবেনি আমরা ২-০ এগিয়ে যাব৷ আমাদের হারানোর কিছু নেই৷ মাঠে নেমে আমরা ম্যাচটা উপভোগ করতে চাই৷ সুতরাং হোয়াইটওয়াশ নিয়ে আমরা ভাবছি না৷’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এই সম্পর্কীত আরো সংবাদ পড়ুন

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে প্রশাসনিক উচ্চপদে নারীদের নিয়োগের সিদ্ধান্ত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে প্রশাসনিক উচ্চপদে নারীদের নিয়োগের

বিস্তারিত »