রাজধানীর বাংলা মোটরে পেট্রোল বোমায় পুলিশ হত্যা মামলায় বিএনপি নেতারা জড়িত নেই মর্মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
চলতি মাসের ২২ তারিখ মামলার শুনানির দিন ধার্য করা হয়।
ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় মামলার তদন্ত কর্মকর্তা সোমবার বিকেলে চার্জশিট দাখিল করেন। এ বছরের জানুয়ারিতে বিএনপি জামায়াতসহ বিরোধী জোটের অবরোধ চলাকালে রাজধানীর বাংলা মোটর এলাকায় পুলিশের বাসে পেট্রোলবোমা হামলা চালানো হয়।
এতে ৫ পুলিশ সদস্য দগ্ধ হয়। আহত হয় আরো ১০ জন। পরবর্তীতে এক পুলিশ সদস্য মারা যান। এ ঘটনায় বিএনপি নেতা মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ ২২ জনকে আসামী করে রমনা থানায় দুটি মামলা করে পুলিশ।