মেস থেকে আরিফ মিয়া নামে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয় গেইটের পাশে মাদানি কমপ্লেক্সের পার্শ্ববর্তী ভবনের পঞ্চম তলার মেসের সিলিং ফ্যান থেকে ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফ মিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পাওয়া মাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও জালালাবাদ থানার পুলিশ সদস্যরাও উপস্থিত আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত সাইফুল আলম রোকন জানান, খবর পেয়ে মাদানি কমপ্লেক্সের পার্শ্ববর্তী ভবনের পঞ্চম তলার মেসের সিলিং ফ্যান থেকে ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।