গুগল এখন সবকিছুতেই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে চায়। তবে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে বার্ড নিয়ে কাজ করছে বেশি। নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার যত সুবিধা রয়েছে তা টুকরোভাবে সবার জানা থাকলেও পুরোপুরি হয়ত জানা নেই৷ আসুন জেনে নেওয়া যাক:
গুগল বার্ডে আপনি কোড করতে পারবেন সহজে।
বার্ডের ইন্টারনেট এক্সেস আছে এবং সহজেই তা স্মার্টফোনে ব্যবহার করা যাবে।
নেটফ্লিক্স ৩০০ মিলিয়ন খরচ কমাবেনেটফ্লিক্স ৩০০ মিলিয়ন খরচ কমাবে
ডার্ক থিম দিয়ে গুগল বার্ডকে সাজানো যাবে।
একাধিক ভাষার ব্যবহার করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন।
পিএএলএম-২ এর মাধ্যমে টেক্সট থেকে গান বানানো যাবে।
বার্ড এখন ছবিও পড়তে জানে এবং শনাক্ত করতে জানে।
গুগল কেন সার্চে পরিবর্তন আনছেগুগল কেন সার্চে পরিবর্তন আনছে
এই কৃত্রিম বুদ্ধিমত্তায় বিল্ট-ইন ইমেজ জেনারেটর পাবেন।
বার্ডে ভিজুয়াল হচ্ছে আরও উন্নত।
একাধিক প্লাগিন ব্যবহারের সুবিধা।
গুগলের সব সার্ভিস ব্যবহার করতে পারবেন।