রাজশাহীতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ আন্তঃদেশীয় টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট। রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বিভাগীয় স্টেডিয়ামের সভাকক্ষে বুধবার (১০ মে) দুপুরে প্রেস ব্রিফিং করেন পাকিস্তান ও বাংলাদেশ দলের অধিনায়ক ও কোচ।
শুরুতে প্রেস ব্রিফিংয়ে আসেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সাদ বেগ, কোচ ইজাজ আহমেদ ও টিম ম্যানেজার। তারা বলেন, বাংলাদেশের ক্রিকেট দল এখন অনেক শক্তিশালী। তারা ভালো খেলছে। তাদের পরাজিত করতে হলে ভালোভাবেই খেলে পরাজিত করতে হবে।
এরপর প্রেস ব্রিফিংয়ে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক রাকিবুল হাসান ও কোচ স্টুয়ার্ট ল। তারা বলেন, পাকিস্তান দলে বেশির ভাগ বাঁহাতি ব্যাটসম্যান। এইজন্য আমাদের দলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যেসব দুর্বলতা ছিল তা সংশোধনের চেষ্টা করা হয়েছে। তারপরও পাকিস্তান যেহেতু খুবই শক্তিশালী একটা দল, সেহেতু আমাদের খেলেই জিততে হবে। বিসিবি রাজশাহী ভেন্যু ম্যানেজার আরেফিন ইসলাম জানান, ১১, ১৩ ও ১৫ মে তিনটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীতে। এছাড়া আগামী ১৭ মে এখানেই দ্বিপাক্ষিক এই সিরিজের একমাত্র টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ ১২ বছর পর রাজশাহীতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সিরিজ দু’টি ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতিও শেষ হয়েছে। এ নিয়ে রাজশাহীর ক্রিকেটপ্রেমী ও ক্রীড়ামোদীদের মধ্য উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট আসর আয়োজনের প্রতিবন্ধকতা কাটায় ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে নতুন আশা-আকাঙ্ক্ষা দেখা দিয়েছে। ফের উজ্জীবিত হয়ে উঠেছে রাজশাহীর ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গন।