নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে অবিস্মরণীয় এক জয় পেয়েছে পাকিস্তান। দারুণ এই জয়ের রাতে দুর্দান্ত এক ইনিংস খেলে জয়ের নায়ক হয়েছেন ওপেনার ফখর জামান। ভাসছেন প্রশংসার বানে। ওয়ানডেতে টানা তিন ম্যাচে সেঞ্চুরির দেখা পাওয়া ফখর এদিন খেলেছেন ১৪৪ বলে ১৮০ রানের অতিমানবীয় ইনিংস। সেই ইনিংস খেলার পথে গড়েছেন মাইলফলক।
রাওয়ালপিন্ডিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ড্যারেল মিচেলের সেঞ্চুরি ও টম লাথামের ৯৮ রানে ভর করে ৩৩৬ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছিল পাকিস্তানকে। কিন্তু সেই লক্ষ্য স্বাগতিকরা পেরিয়ে গেছে অবলীলায়। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ব্যাট করেন ফখর জামান। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ক বাবর আজম ও উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ১৮০ রানের ইনিংসটি খেলার পথে এদিন পাক অধিনায়ক বাবর আজমের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন ফখর।
পাকিস্তানের হয়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৩০০০ রানের রেকর্ডের মালিক এখন ফখর জামান। ৬৭ ইনিংসে ৩০৮২ রানের মালিক বনে গেছেন ফখর। তার আগে পাকিস্তানের পক্ষে দ্রুততম তিন হাজার রানের রেকর্ডটির মালিক ছিলেন বাবর। তার লেগেছিল ৬৮ ম্যাচ। এক ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেলেন এই পাক ওপেনার।
শুধু পাকিস্তানের পক্ষেই নয়, আন্তর্জাতিক ওয়ানডে ইতিহাসেই দ্বিতীয় দ্রুততম তিন হাজার রানের মালিক হয়েছেন ফখর জামান। তবে এই রেকর্ডে তার সঙ্গে যৌথভাবে আছেন শাই হোপ।
দ্রুততম তিন হাজার রানের রেকর্ডের মালিক দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হাশিম আমলা। তিনি অবশ্য বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে। মাত্র ৫৭ ইনিংসে তিন হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন আমলা।