Sat, June 3, 2023
রেজি নং- আবেদিত

যশোরে এসএসসিতে এক লাখ ৫৮ হাজার ১০২ পরীক্ষার্থীর অংশগ্রহণ

এ বছর যশোর শিক্ষাবোর্ড থেকে এসএসসি পরীক্ষায় এক লাখ ৫৮ হাজার ১০২ পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৭৮ হাজার ৬৬৯ ও ছাত্রী রয়েছে ৭৯ হাজার ৪৩৩ জন।

এ ছাড়া এ বছর ১০৫ প্রতিবন্ধী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিচ্ছে ২২ ও কারাগারে থেকে পরীক্ষা দিচ্ছে ৫ শিক্ষার্থী।

রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয় এসএসসি পরীক্ষা।

শিক্ষাবোর্ডের পরীক্ষা বিভাগ থেকে পাওয়া তথ্য মতে, এ বছর নিয়মিত পরীক্ষার্থী এক লাখ ৫০ হাজার ৩৬২ জন। এর মধ্যে ছাত্র ৭৪ হাজার ৩৯৭ ও ছাত্রী ৭৫ হাজার ৯৬৫ জন। অনিয়মিত পরীক্ষার্থী ৭৮২ জন। এর মধ্যে ছাত্র ২৫২ ও ছাত্রী ৫৩০ জন। মান উন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ৮১। এর মধ্যে ছাত্র ৬০ ও ছাত্রী ২১।

 

বোর্ডের দেয়া তথ্য মতে, বিজ্ঞান বিভাগে মোট ৩৯ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থী রয়েছে। মানবিক বিভাগে মোট ১ লাখ ৭৬৫ পরীক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী রয়েছে ১৭ হাজার ৯০০ জন। খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেবে। তাদের জন্য কেন্দ্র রয়েছে ২৯২টি।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব জানান, শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে। পরীক্ষা নকলমুক্ত ও প্রশ্নফাঁস রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

এ ছাড়া এ বছর ১০৫জন প্রতিবন্ধী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের জন্য অতিরিক্ত আধা ঘণ্টা সময় বাড়ানো হয়। শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিচ্ছে ২২ জন, তারাও ২০ মিনিট অতিরিক্ত সময় পাবেন।
এ ছাড়া কারাগারে থেকে পরীক্ষা দিচ্ছে ৫ শিক্ষার্থী।

এদিকে পরীক্ষার প্রস্তুতি ভালো বলে জানিয়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এই সম্পর্কীত আরো সংবাদ পড়ুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছে তিশা

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মঙ্গলবার (৩০ মে) অভিনেতার শরিফুল রাজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি

বিস্তারিত »

জাবিতে জঙ্গলে ডেকে নিয়ে র‌্যাগিংয়ের অভিযোগ, মারেন জুতা ছুড়েও

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রথম বর্ষের (৫১তম ব্যাচ)

বিস্তারিত »

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ-চীন আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী উল্লেখ করে বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের মূল

বিস্তারিত »
  • সর্বশেষ
  • জনপ্রিয়
  • Tags

আর্কাইভ

Categorized Tag Cloud