২০০৩ সালে বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ হয় স্টার কিড শাহিদ কাপুরের। তাকে দেখা যায় ‘ইশক ভিশক’ ছবিতে। বলিউডে প্রবেশের আগে বহু ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেন তিনি। যেহেতু শাহিদ একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী, তাই নব্বইয়ের দশকের বহু ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সারের কাজ করেছেন। কিন্তু নায়ক হিসেবে তিনি কিছুতেই সুযোগ পাচ্ছিলেন না।
একটি ভিউজিক ভিডিওতে ‘কিউট’ হিসেবে দর্শকের নজর কাড়েন শাহিদ কপুর। সেখানেই তাকে প্রথমবার দেখেন প্রযোজক রমেশ তুরানি। কিন্তু অভিনেতাকে দেখে তার মনে হয়, নায়ক হিসেবে আত্মপ্রকাশের জন্য শাহিদের বয়স অত্যন্ত কম। তাই তিনি তাকে কিছুদিন অপেক্ষা করতে বলেন। এরপর প্রথম ছবির সুযোগ আসে।
প্রথম ছবিতেই ‘বেস্ট মেল ডেবিউ’ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পান শাহিদ কপুর। এরপর আর তার অপেক্ষা করতে হয়নি। সূরজ বরজাতিয়ার ‘বিবাহ’ থেকে ইমতিয়াজ আলির ‘যব উই মেট’ কিংবা বিশাল ভরদ্বাজের ‘কমিনে’, একের পর এক ছবি করতে থাকেন।
সম্প্রতি শাহিদ কাপুর প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ পরিচালক রাজ এবং ডিকে পরিচালিত ফারজি সিরিজের জন্য ওটিটিতে একটি সাক্ষাৎকারে তার দুই দশকের বলিউড ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন। এ সময় তিনি তার ‘কিউট’ ইমেজ নিয়ে ঘৃণা প্রকাশ করেছেন।
শাহিদ পিঙ্কভিলাকে বলেছেন, ‘আমি ভ্যানিলা শব্দটিকে ঘৃণা করি। আপনি জানেন, আমি এটা ঘৃণা করতাম যখন লোকেরা বলে ওহ আপনি কিউট। আমি এটা ঘৃণা করি। আমি কখনই এই শব্দটি পছন্দ করিনি। আমি সুন্দর হতে শিখেছি এবং এখন এটি গ্রহণ করেছি যে, লোকেরা এটি আমার দিকে ছুড়ে দেয়। কিন্তু আমি অনুভব করেছি যে এটি খুব সীমাবদ্ধ’।