Sat, June 3, 2023
রেজি নং- আবেদিত

মেসিকে ২০২৬ বিশ্বকাপে খেলতেই হবে: ডি মারিয়া

Soccer Football - World Cup - South American Qualifiers - Argentina v Venezuela - Estadio La Bombonera, Buenos Aires, Argentina - March 25, 2022 Argentina's Lionel Messi and Angel Di Maria applaud fans after the match REUTERS/Agustin Marcarian

কাতার বিশ্বকাপের পর অবসরে না গেলেও লিওনেল মেসির পরবর্তী বিশ্বকাপ খেলার সম্ভাবনা ক্ষীণ। তবে তার জাতীয় দলের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া বলছেন, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসিকে খেলতেই হবে।

সম্প্রতি ইএসপিএনের মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টিনার হয়ে তৃতীয় বিশ্বকাপজয়ী তারকা ডি মারিয়া। সংবাদমাধ্যমটির সাংবাদিক সেবাস্তিয়ান ভিগনোলোর সঙ্গে তার দীর্ঘ আলাপ হয়েছে কাতার বিশ্বকাপের জয়ের আগে পরের অনেক ঘটনা নিয়ে। প্রসঙ্গ এসেছে পরবর্তী বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়েও।

তবে ৩৫ বছর বয়সী এ তারকা আগামী বিশ্বকাপ নিয়ে কোনো স্বপ্ন দেখছেন না বলেই জানিয়েছেন। বরং জোর দিয়েছেন তার স্বদেশী সতীর্থ মেসির ব্যাপারে। যার হাত ধরে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিল আলবিসেলেস্তেরা।

ডি মারিয়া বলেন, ‘আমি আর পরের বিশ্বকাপের স্বপ্ন দেখি না। কোপা আমেরিকা পাওয়াটা আমার জন্য দারুণ ব্যাপার হবে। আমি এটা পেতে পছন্দ করব। সেখানে চেষ্টা করাটাই বেশি গুরুত্বপূর্ণ হবে।’

মেসিকে পরের বিশ্বকাপে থাকতেই হবে। সে ইতিহাসের সেরা খেলোয়াড়। ৭টি ব্যালন ডি’অর, বিশ্বকাপ, ফিনালাসিমা, কোপা আমেরিকা, বার্সেলোনার হয়ে সবকিছু জেতা। সে সেরা এবং সেখানেই সে থাকবে।

কাতার বিশ্বকাপ জয়ের পর পরিপূর্ণতা পেয়েছে মেসির ফুটবল ক্যারিয়ার। নিজের স্বপ্ন জয়ের পর আর্জেন্টাইন তারকা নিজেই জানিয়েছিলেন, ফুটবলের কাছে তার আর চাওয়ার কিছু নেই। ফুটবলে সব জেতা মেসি যদিও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সেরার বিতর্ক এড়িয়েছেন। কিন্তু নতুন করে প্রশ্ন উঠেছে মেসি নাকি ডিয়েগো ম্যারাডোনা, কে সেরা।

একই প্রশ্নের জবাবে ডি মারিয়া বলেন, ‘ডিয়েগো হচ্ছে ডিয়েগো। তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমার সবচেয়ে কঠিন সময়ে তিনি আমার পাশে ছিলেন। তবে আমাদের প্রজন্মের জন্য ইতিহাসের সেরা মেসিই। ডিয়েগো ফাইনালে থাকলে সেটা দারুণ ব্যাপার হতো। মেসির হাতে বিশ্বকাপ দেখে সে উচ্ছ্বাসে ফেটে পড়ত।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এই সম্পর্কীত আরো সংবাদ পড়ুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছে তিশা

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মঙ্গলবার (৩০ মে) অভিনেতার শরিফুল রাজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি

বিস্তারিত »

জাবিতে জঙ্গলে ডেকে নিয়ে র‌্যাগিংয়ের অভিযোগ, মারেন জুতা ছুড়েও

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রথম বর্ষের (৫১তম ব্যাচ)

বিস্তারিত »

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ-চীন আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী উল্লেখ করে বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের মূল

বিস্তারিত »
  • সর্বশেষ
  • জনপ্রিয়
  • Tags

আর্কাইভ

Categorized Tag Cloud