দুর্গাপুজোর অষ্টমীতে নগরীর ঝাউতলা সেবকলোনীর হরিজন পাড়ায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ শালগ্রাম মন্দির ও সমাজ কল্যাণ সেবা সংঘের আয়োজনে গতকাল (৩ অক্টোবর) দুপুরে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ ও শারদ শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বিশেষ অতিথি মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা দেবাশীষ আচার্য্য।
উপস্থিত ছিলেন সমাজসেবক প্রবির চক্রবর্তী, মানস দাশগুপ্ত, সনাতন জাগরণ সংঘের সভাপতি কাঞ্চন আচার্য্য, রাধাকৃষ্ণ শালগ্রাম মন্দির ও সেবক কলোনির সভাপতি হরি রাম দাশ ও সাধারণ সহ—সভাপতি কৃষ্ণ দাশ, আরমান দাশ, যুগ্ম—সম্পাদক লক্ষণ দাশ, স্বেচ্ছাসেবক লীগ নেতা টুটুল দাশ, হরিজন সম্প্রদায়ের সংগঠক শুভ দাশ, সুভাষ দাশ, রাম দাশ প্রমুখ সেবকবৃন্দ।