ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকালে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকালে চারুড়া গ্রামের মৃত ছায়েদ আলীর পুত্র কবীর হোসেন ছোটন একই গ্রামের আবুল হোসেনের পুত্র সেলিম মিয়ার কাছে পাওয়া ৪৩ হাজার টাকা চাইতে তার বাড়িতে যান। তখন পাওনা টাকা নিয়ে সেলিম মিয়ার সঙ্গে কবীরের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সেলিম মিয়া ও তার লোকজন কবীরের ওপর হামলা চালায়। এতে কবীর মিয়া গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলিম মিয়া ও তার স্ত্রী পারভীন আক্তারকে আটক করে থানায় নিয়ে আসেন। নিহত কবীরের পরিবারের পক্ষ থেকে আটক সেলিম ও তার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে নিহত কবীর হোসেনের কন্যা লাভলী আক্তার ও পুত্র মো. সুজন মিয়া হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে দুই জনকে আটক করা হয়েছে।