চট্টগ্রাম প্রেস কাবে ২৬ আগষ্ট বুধবার, সকাল ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম, চট্টগ্রাম জেলা।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মো : জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বাঙালির হাজার বছরের লালিত স্বপ্ন স্বাধীনতা এনে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। সরকার শিকদের প্রাপ্য সম্মান ও সম্মানী নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ’। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকশিস, চট্টগ্রাম জেলার সভাপতি অধ্য মোহাম্মদ দবির উদ্দিন খান, নজির হাট কলেজের অধ্য এস এম নুরুল হুদা। বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের কাছে শিকরা কিছু চেয়ে খালি হাতে ফিরেনি, অনার্স মাস্টার্স শিক্ষকরাও এমপিও পাবেন। সভায় আরো বক্তব্য রাখেন, বাকবিশিস চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক রঞ্জন বনিক, নাজিরহাট কলেজের অধ্যাপক শ্যামল কান্তি , সংগঠনের সহ সভাপতি মাহাবুবুর রহমান, মাকসুদুর রহমান, হুমায়ুন করিম, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক রোমেন দে, সাংগঠনিক সম্পাদক সুকান্ত নন্দী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রিম্পা মুৎসুদ্দী, মো: মামুন, প্রচার সম্পাদক জয়নাল আবেদিন, সাহিত্য সম্পাদক নাজিম উদ্দিন ও প্রমুখ শিক্ষকবৃন্দ।
