মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদাতা : ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার কুশনা ইউনিয়নে ধর্ষণের শিকার প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা কিশোরীর ঔষধের মাধ্যমে গর্ভপাতের অভিযোগ উঠেছে। ৩নং কুশনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জালাল পুর গ্রামের হত দরিদ্র ফারুক হোসেনের মেয়ে রুমি খাতুন (১৭) কে গত দুই মাস পুর্বে ধর্ষণ করেন একই গ্রামের মেছের আলীর ছেলে সোহেল (২৫)। ঘটণার বিবরনে যানা যায়,ভুক্তভোগী ওই কিশোরী মাঠে ছাগল চড়াতে যেত। যেহেতু সে প্রতিবন্ধি সেই সুবাদে কৌশলে তাকে একাধিক বার ধর্ষন করেন লম্পট সোহেল।
এরপর গত মে মাসে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে,কিশোরীর পরিবার বিষয়টি জেনে যায়। এ বিষয়ে ধর্ষিতার বাবা বি এম এফ টেলিভিশন এর প্রতিবেদক কে জানান, আমার মেয়ের একটু বুদ্ধি কম সে প্রতিবন্ধি,কিন্তূ তার সব কিছুই স্বাভাবিক মানুষের মত,এলাকার লম্পট সোহেল আমার মেয়েকে মাঠে একলা পেয়ে ফুসলিয়ে সর্বনাশ করেছে।
পরে গত ২৩ শে মে এলাকার জনপ্রতি এবং মাতুব্বররা পারিবারিক সুরাহা করে, সোহেলের সাথে রুমির বিয়ে দেয়,কিন্তূ সোহেল ১ জুন সোমবার রাতে সেভেন আপ এর সাথে ঔষধ খাওয়ায়,বুধ বার ভোরে রুমির গর্ভপাত হয়। এখন আমার মেয়ের অবস্থা খারাপ তাকে হাসপাতালে ভর্তি করেছি। ওয়ার্ডের মেম্বার ছব্দুল আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদক কে জানান, এ ব্যাপারে আমরা এলাকায় বসে,গত ২৩ শে মে তাদের বিয়ে দিয়েছি কিন্তূ আজকের ঘটনা খুব দু:খজনক।যেহেতু তার খুব রক্তপাত হচ্ছে,তাই মেয়ের পরিবারকে বলেছি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করতে।
অন্যদিকে ঝিনাইদহের শৈলকুপায় এক বৃদ্ধর বিরুদ্ধে ৮ বছরের এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের ব্রাহীমপুর গ্রামের মাঠে। অভিযুক্ত বৃদ্ধ মানিক খা (৬৫) ব্রাহীমপুর গ্রামের মুত ইমান খার ছেলে।
এ ঘটনায় নির্যাতিত শিশুটির পিতা শরিফুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে শৈলকুপা থানায় মামলা দায়ের করেছে। মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক শেখ হাদীউর রহমান জানান, সোমবার দুপুরে শৈলকুপার ব্রাহীমপুর গ্রামের শরিফুল ইসলামের কন্যা তৃতীয় শ্রেনীর ছাত্রী বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যায়। এ সময় একই গ্রামের বৃদ্ধা মানিক খা তাকে পাট ক্ষেতের মধ্যে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। শিশুটির চিৎকারে মাঠের অন্যরা ছুটে আসলে অভিযুক্ত মানিক খা তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
পরে শিশুটিকে উদ্ধার করে বাড়ি পৌছে দেয় স্থানীয়রা। শিশুটির পিতা থানায় অভিযোগ দিতে ভয় পায়। মঙ্গলবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলে নির্যাতিত শিশুটির পিতা মানিক খাঁকে আসামী করে একটি মামল মামলা দায়ের করে। তবে তাকে এখনো আটক করতে পারেনি বলে পুলিশ জানান। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, ব্রাহীমপুর গ্রামে একটি শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মঙ্গলবার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের হয়েছে।