তামিম ইকবালের ভার্চুয়াল আড্ডায় জয়েন হচ্ছেন না সাকিব আল হাসান। আজ কেইন উইলিয়ামসনের সাথে আড্ডা শেষে এমনটাই জানিয়েছে তিনি।
তার ইচ্ছা ছিল শনিবারের শেষ আডায় পাঁচ পান্ডবকে এক সাথে যুক্ত করতে কিন্তু তা হচ্ছে না। তার জন্য তিনি দু:খ প্রকাশ করেছেন। তামিম কয়েক দিনে আগে সাকিবের সাথে যোগাযোগ করলে তিনি নিজের ব্যক্তিগত সমস্যা কথা উল্লেখ করেন।
তাই এই নিয়ে তামিম বেশি আলোচনা না করার জন্য সবাইকে আহ্বান জানান। তিনি আরো বললেন কারো ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। তবে বাংলাদেশ দলের পাঁচ পান্ডবের মধ্যে বাকী তিন পান্ডব যুক্ত হবেন শনিবারের শেষ আড্ডায় তা নিশ্চিত করেন তিনি।
এর আগে কেইন উইলিয়ামসনের সাথে আড্ডায় প্রশ্ন উত্তরে ম্যাককুলাম যাওয়া পর দলের কি অবস্থা সম্পর্কে আলোচনা করলেন। এর মধ্যে তামিম উইলিয়ামসনকে স্বরণ করিয়ে দিলেন ২০১৫ সালের বিশ্বকাপের কথা। কথা হয় ২০১৯ সালে ইংল্যান্ডে বিপক্ষে সেই অবিস্বরণীয় বিশ্বকাপ ফাইনালের মুহূর্ত নিয়ে।
আড্ডার প্রথমে দুজনেই দু-দেশের চলমান মহামারী করোনা ভাইরাস পরিস্তিতি সম্পর্কে এবং লকডাউন কেমন চলছে তা নিয়েও আলোচনা করেছেন।
এছাড়া ২০১০ সালে বাংলাদেশ সফরে উইলিয়ামসন তার নিজের প্রথম সেঞ্চিুরীর নিয়েও কথা বলেছেন তারা।
আড্ডার শেষ ভাগে আলোচনা হয় বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরে যাওয়া ক্রাইস্টচার্চের সেই ঘটানার কথা। কিন্তু উইলিয়ামসন এটার গভীরে যেতে চাইনি। তবে তামিম নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাইকে অসাধারণ বলে, ঐ মুহূর্তে যা করেছে তার জন্য বাংলাদেশ দলের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
কেইন উইলিয়ামসন একজন ভদ্রলোক। এটা মাঠের ভেতরে অনেকবার দেখা গেলেও মাঠের বাইরে এবার তার প্রমাণ মেলেছে।
সর্বশেষে কেইন উইলিয়ামসন বাংলাদেশের মানুষকে সালাম এবং ঈদ মোবারক জানালেন।
এমটিএ