ডেক্স নিউজ: করোনার কারণে দিনদিন বাড়ছে কর্মহীন অসহায় মানুষের সংখ্যা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যাও। এই দুর্যোগপূর্ণ সময়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে অনেক পরিবার।
গত শনিবার রাতে ৮নং শুলকবহর ওয়ার্ডে আওতাধীন খুলশী কলোনী, রেললাইন সহ আশপাশের এলাকার গরীব-দুস্থ প্রায় তিনশ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে, ওমর গনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এবং ৮নং শুলকবহর ওয়ার্ড়ের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মহসীন ত্রাণ বিতরন করেন।
ত্রাণ বিতরণকালে তিনি বলেন, ‘এই মহামারী মোকাবেলায় সরকারের পাশাপাশি বিত্তশালী, সামাজিক সংগঠন, ও রাজনৈতিক নেতাকর্মীরা চাইলে নিজেদের সামর্থ্য অনুযায়ী দুস্থ ও করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারেন। সবার ঐকান্তিক প্রচেষ্টায় পারবে করোনার এই দুর্যোগ মোকাবেলা করতে।’
খুলশী কলোনী মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মো. মুন্নু মিয়ার সভাপতিত্বে ও সমাজসেবক মো. সাইফুল ইসলাম ও মো. আল আমীনের পরিচালনায় এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন, সমাজসেবক মো. চুন্নু মিয়া, মহানগর যুবলীগ নেতা শাজাহাজান হামেদী, মো. সেলিম, মো. সাদেক, মো. সরফরাজ, মো. সিফন আহম্মেদ, আব্দুল কুদ্দুস বাপ্পী, নারীনেত্রী সাহানাজ বেগম, নারীনেত্রী ঝরনা বেগম, ছাত্রনেতা তৌহিদুল ইসলাম মানিক, মো. হোসেন, মো. রুবেল হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. জনি চৌধুরী, মো শফিক মিয়া সহ প্রমুখ।
