করোনার মহমারিতে ফেসবুক লাইভে চমক দেখিয়ে চলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসি, ভারতের হার্ডহিটার ওপেনার রোহিত শর্মা এবং ভারতীয় দলপতি বিরাট কোহলির পর তামিমের নতুন চমক পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
তামিম ইকবালের পরবর্তী লাইভ শোতে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকবেন ৫০০ উইকেট নেয়া বাঁ-হাতি এ পেসার।
গতকল সোমবার (১৮ মে) তামিমের সর্বশেষ লাইভে অতিথি হিসেবে ছিলেন বিরাট কোহলি। তামিম ও কোহলির লাইভ জমে ওঠার আগেই অবশ্য শেষ হয়ে যায়। ২৬ মিনিটের এই এপিসোডের শেষদিকে তামিম জানান, পরবর্তী এপিসোডে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ওয়াসিম আকরাম।
বিশেষ শো’তে অতিথি হিসেবে থাকবেন সাবেক তিন অধিনায়ক। তারা হলেন সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট, বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদন নান্নু এবং বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও তামিমের চাচা আকরাম খান।
তামিম জানান, কালকেও অনেক বড় একটা সারপ্রাইজ আছে। কাল থাকবেন খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খান। এই তিনজনের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ওয়াসিম আকরাম।
লাইভে চলাকালে ওয়াসিম আকরামের শো থেকে অনেকেই বোলিং নিয়ে পরামর্শ নিতে পারবেন। কোহলির সাথে তামিমের লাইভ আড্ডা সংক্ষিপ্ত হওয়ার আক্ষেপ ছিল অনেকের। তবে আকরামদের এপিসোড দীর্ঘ সময় ধরে চলবে বলে জানান তামিম।
তিনি বলেন, ওয়াসিমের কাছ থেকে যদি বোলিং টিপস নেয়া যায়; তাহলে অনেকে জানতে-শিখতে পারবে। আশা করি, কাল লম্বা শো করব। ১৯৯৯ বিশ্বকাপ, ১৯৯৭ আইসিসি ট্রফি নিয়ে কথা বলব।