মংচিন থান তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে নতুন প্রযুক্তির একটি কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরে কৃষক মহিউদ্দিন হাওলাদারকে এ মেশিন হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জমাদ্দার ও উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান। জানাগেছে, কৃষি কাজকে এগিয়ে নেয়ার জন্য সরকার নতুন প্রযুক্তির কম্বাইন হার্ভেস্টার মেশিনের উদ্ভাবন করেন।
এই মেশিনের একই সাথে ধান কাটা, মাড়াই ও বস্তা ভর্তি করা যায়। সরকারি উন্নয়ন সহায়তার আওতায় কৃষিমন্ত্রনালয়ের কৃষি সম্প্রসারন অধিদপ্তর ২৯ লক্ষ টাকা মূল্য মানের এ নতুন প্রযুক্তির কম্বাইন হার্ভেস্টার মেশিন সরবরাহ করেন।
এ সময় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুর রহমান, উপজেলা মৎস্য অফিসার শামিম রেজা, ইউপি চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারী, প্রেসক্লাব সভাপতি মু. আঃ মোতালিব, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মংচিন থান প্রমুখ উপস্থিত ছিলেন।